ব্যাবসায়ীদের বিপদ কাটে নি এখনো, উন্নত হয় নি আইন শৃঙ্খলা পরিস্থিতি

শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা উদ্বিগ্ন দেশের আইন শৃঙ্খলা, গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে। এমনতর অবস্থা চলতে থাকলে সচল রাখা সম্ভব নয় দেশের অর্থনীতির চাকা। তারা আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারকে কঠোর হতে যেনো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দেশের অর্থনৈতিক স্বার্থে স্বাভাবিক করা হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি। 

৩০ নভেম্বর শনিবার রাজধানী ঢাকার একটি হোটেলে বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হয় আয়োজন করেন  (ডিসিসিআই) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। উক্ত আয়োজনে ব্যবসায়ী নেতারা এসকল কথা বলেন। 

ড. সালেহউদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রধান অতিথি ছিলেন শীর্ষক সম্মেলনের ।সেখ বশিরউদ্দিন বাণিজ্য উপদেষ্টা ছিলেন বিশেষ অতিথি। আশরাফ আহমেদ ডিসিসিআই সভাপতি সভাপতিত্ব করেন অনুষ্ঠানের।

 আশরাফ আহমেদ ডিসিসিআই সভাপতি স্বাগত বক্তব্যে বলেন, স্বাভাবিক হয়নি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি । সচল রাখা সম্ভব হবে না দেশের অর্থনীতির চাকা যদি এভাবে চলতে থাকে। 

তিনি আরও বলেছেন, কমানো যাচ্ছে না খাদ্য মূল্যস্ফীতি নীতি সুদহার দফায় দফায় বাড়ানো সত্ত্বেও। 

এজন্য দায়ী মূলত সরবরাহ ব্যবস্থার খরচ বেড়ে যাওয়া। তাই পুনর্বিবেচনা করা দরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার বাড়িয়ে আনার ব্যবস্থাটি । টিকে থাকা কষ্ট হচ্ছে অনেক ক্ষুদ্র উদ্যোক্তার সুদহার বাড়ার কারণে। নতুন বছর জানুয়ারি থেকে নজর দেওয়া প্রয়োজন ঋণের সুদহার কমানোর দিকে নীতি সুদহার কমানোর মাধ্যমে। 

আব্দুল মোক্তাদির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বলেন, কঠিন সময় পার করছে দেশ। 

যদিও উলে­খযোগ্য পরিবর্তন গত ৩ মাসে হয়েছে। চেষ্টা করছে উন্নতি করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি। কিন্তু পর্যাপ্ত নয় তা। আগের মতোই শিল্প অঞ্চলে শিথিল আছে। অন্তর্বর্তী সরকারকে একটি টাইমলাইন দিতে হবে ব্যবসায়ীদের যে, আইনশৃঙ্খলা ও জ্বালানি সমস্যা এই সময়ের পর আর থাকবে না। এখনো রাস্তায় নেমে আসছেন শ্রমিকরা হাজিরা দিয়ে, মারধর করছেন ব্যবস্থাপকদের। 

ব্যাবসায়ীদের সুযোগ সুবিধা ও দেশের অর্থনৈতিক চাকাকে আবারো গতিশীল করতে যে সকল ব্যাবস্থা গ্রহণ করা দরকার অনুষ্ঠানে আলোচনা করা হয়েছে সেসকল বিষয় সম্পর্কে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *